জনগণের টাকায় নির্বাচিত হবেন জনগণের নেতা : বজলুর রশীদ ফিরোজ

ডেস্ক রিপোর্ট :

জনগণের টাকায় জনগণের নেতা নির্বাচিত হবেন বলে উলে­খ করেছেন বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ। তিনি মই মার্কার গনসংযোগে কথাগুলো বলেন।

তিনি আর বলেন, কালোটাকা ও পেশীশক্তির নির্বাচনের সংস্কৃতির বিপরীতে আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।

‘এক ভোট এক নোট ‘ স্লোগান নিয়ে শনিবার (২১ জুলাই) সিপিবি-বাসদের মেয়র প্রার্থী বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর গণসংযোগ করেন।

এতে নগরীর নাগরিকরা স্বতঃস্ফূর্ত ভাবে নোট দিয়ে নির্বাচনী তহবিলে আর্থিক সহযোগীতা করেন।

সকাল থেকে নগরীর কুমার পাড়া, নয়াসড়ক, মিরাবাজার গনসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফরের সাথে আর ছিলেন বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমদ, বাসদ নেতা নব কুমার কর্মকার, গোলাম রাব্বানী, রাহাত আহমদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, তিতুমীর কলেজের ছাত্র ফ্রন্ট সাধারন সম্পাদক আনারুল ইসলাম, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন মহানগর নেতা নাবিল এইচ, পার্থ সারতী তালুকদার, তন্ময় পাল, ছাত্র ফ্রন্ট মহানগর সন্জয় শর্মা, এনামুল হক সামী,তাহমিনা সন্জিত শর্মা প্রমুখ।