কাউন্সিলর প্রার্থী এমদাদ হোসেন চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৬নং ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাউন্সিলর প্রার্থী এমদাদ হোসেন চৌধুরীর রেডিও প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে পশ্চিম চৌকিদেখী ২নং রোর্ডের এক সমর্থকের বাড়ির সামনের উঠানে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বার বার আমরা ধোকা খাচ্ছি। এবারের পরিবর্তনের লক্ষ্যে অবহেলিত ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আগামী ৩০ জুলাই রেডিও প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আনোয়ার হোসেন আনা মিয়ার সভাপতিত্বে ও শহীদুল হোসেন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এমদাদ হোসেন চৌধুরী, হাজী আব্দুল হামিদ, আজিজুল হক বাচ্ছু, লাল মিয়া, মখরম আলী, মুজিবুল ইসলাম, ফারুক আলী, কবি আব্দুল বাছিত, নানু মিয়া, প্রফেসর এ কে এম বজলুল হক মুরাদ, প্রফেসর আজমল হোসেন রায়হান, মাখন মিয়া, মখলিছুর রহমান, জালাল উদ্দিন, ফারুজ্জামান, সাদিক আহমদ, সৈয়দ রহজান আলী, হাজী আনা মিয়া হাজারী, আব্দুল কাদির, জামাল উদ্দিন, আবুল কাশেম আসাদ, আব্দুল মালেক বীর প্রতিক, এস এম আলী, আবুল বশর করিম উল­াহ, নাজির মোল­া, সেলিম আহমদ এস এম শাহজাহান, সালেহ আহমদ প্রমুখ। মতবিনিময় সভা শেষে নগরীর চৌকিদেখী এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে বাদামবাগিচা পয়েন্টে এক পথ সভার মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।