মুফতি কামুর কাটা চামচ মার্কার প্রতীকে গনসংযোগ

ডেস্ক রিপোর্ট:

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ০১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মুফতি কমর উদ্দিন (কামু) কাটা চামচ মার্কার প্রতীকের সমর্থনে গনসংযোগ ও লিফলেট বিতরণ কার হয়েছে। শনিবার বিকালে নগরীর আম্বর খানা রাজারগল্লী, মিয়া ফাজিলচিশত, দরগাহ মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেণ, মুফতি দায়ীম, মুফতি উবায়েদ, মুফতি সুহান, মুফতি আবেদ, মুফতি মছলে উদ্দিন, মুফতি মঈন উদ্দিন,।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগলু আহমদ, সায়েম আহমদ, জাকির আহমদ, ফয়সল আহমদ, মুন্না আহমদ ও হেলাল আহমদ প্রমুখ।