অসুস্থ হয়ে হাসপাতালে সেলিম

ডেস্ক রিপোর্ট :

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম উচ্চ রক্তচাপ ও ডায়বেটিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে জরুরী ভিত্তিতে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ও নগরবাসীর প্রতি দোয়া কামনা করেছেন তিনি।

বদরুজ্জামান সেলিম সুস্থ হয়ে শীঘ্রই আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ধানের শীর্ষের সমর্থনে প্রচারণায় নামবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।