জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজকে শাকুর সিদ্দিকীর অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক:

প্রবাসী শিল্পপতি ও শিক্ষানুরাগী এম শাকুর সিদ্দকী জৈন্তাপুরের তৈয়ব আলী ডিগ্রি কলেজকে এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন। সোমবার রাতে নগরীর জিন্দাবাজারের ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটির সিলটিভি ও দৈনিক সিলেটের দিনরাত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।

এম শাকুর সিদ্দিকীর পক্ষে সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ কলেজ কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তা তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মুফিজুর রহমান চৌধুরী, উপাধক্ষ কামরুল আহমদ, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মো. মুজিবুর রহমান ডালিম, তৈয়ব আলী এটিআইয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ফারুক আহমদ, সাংবাদিক জসিম উদ্দিন, সহকারি অধ্যাপক আশিকুজ্জামান, প্রভাষক মাসুক আহমদ ও নুরুল আমিন প্রমুখ।