গরীব দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করতে চাই : আবু জাফর

ডেস্ক রিপোর্ট :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কা সমর্থনে গনসংযোগ করা হয়েছেন।

সোমবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টা থেকে নগরীর আম্বরখানা, দত্তপাড়া, মজুমদারী, লেচু বাগান, হাউজিং স্টেইট, পীর মহল­া প্রভৃতি এলাকায় গনসংযোগ করেন মেয়র প্রার্থী আবু জাফর।

গণসংযোগকালে আবু জাফর বলেন, সাম্য ও ভ্রাতৃত্বের ব্রত নিয়ে আমি মেয়র পদে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে গরীব দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। তিনি আগামী ৩০ জুলাই মেয়র পদে তার মই মার্কায় ভোট দেয়ার আহŸান জানান।

গনসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফর এর সাথে ছিলেন বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী, ছাত্র ফ্রন্ট মহানগর সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, ছাত্র ইউনিয়ন মহানগর নেতা তন্ময় পাল, পার্থ প্রতীম তালুকদার, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, সন্জয় শর্মা, এনামুল হক সামী, সাজ্জাদ হোসাইন, হাবিব হোসাইন প্রমুখ।