কাউন্সিলর প্রার্থী আজম খানের গণসংযোগ

ডেস্ক রিপোর্ট :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর মোঃ আজম খান ঘুড়ি মার্কায় ভোট চেয়ে ওয়ার্ডে বিভিন্ন ¯’ানে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রয়েছে।

১৬ জুলাই সোমবার সকাল থেকে দিনব্যাপী নির্বাচনী এলাকার গোটটিকর যোগিশাসন, বিসিক শিল্পনগরী, আলমপুর, পৌতপাড়া, কিশানপুর, বান্দরঘাট, গঙ্গানগর, হবিনন্দী, আচার্যপাড়া সহ ওয়ার্ডের পাড়া-মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেন।

এ সময় কাউন্সিল প্রার্থী আজম খানের সাথে উপ¯ি’ত ছিলেন আব্দুল জলিল, রফিক মিয়া, অপূর্ব চৌধুরী, খালিক মিয়া, রুবেল আহমদ, ডাঃ প্রদীপ রঞ্জন সরকার, আখরতার মিয়া, বেলাল মিয়া, মাহমদ আলী, মুহি, আব্দুল মান্নান, আবেদ, রঞ্জন সিনহা, তোফায়েল, রিফাত, জাবের, শিমুল, জীবন, নিতাই চন্দ্র, নাহিদ, পাবেল, জুবেল, মিনহাজ, শাহজাহান, তপু, আহমদ, শাহজাহান প্রমুখ।
গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী আজম খান বলেন, অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই। নীতি নৈতিকতার মাধ্যমে ২৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এতে ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও দোয়া একান্ত প্রয়োজন। তাই আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।