দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

জাকারিয়া হোসেন জুসেফ

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০১৮-১৯অর্থ বছরের জন্য ২৪ কোটি ১০লক্ষ ২৩হাজার ২৪৩.২০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ১কোটি ৮১লক্ষ ৭০হাজার রাজস্ব আয় এবং ২২ কোটি ২৮লক্ষ ৫৩হাজার ২৪৩.২০ টাকা কেন্দ্রীয় সরকারের অনুদান হিসাবে ধরা হয়েছে। বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বিশুদ্ধ পানি উৎপাদন কেন্দ্র (ওয়াটার প্লানটেশন) বাবদ ৯কোটি টাকা।

বৃহস্পতিবার বেলা ১টায় পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র মোশাররফ মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, সবুজ মিয়া, সোয়েল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সহ-সভাপতি সোয়েব হাসান, সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি ইয়াহিয়া চৌধুরী, সহ-সভাপতি ইকবাল আহমদ, এসএম ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, জাকারিয়া হোসেন জুসেফ, প্রশান্ত সাগর দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পৌর সচিব (ভারপ্রাপ্ত) মলয় ভট্রাচার্জ, হিসাবরক্ষণ কর্মকর্তা আশীষ রায়সহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।