সিলেট সিটি করপোরেশনকে জনমুখী প্রতিষ্ঠান করা হবে

ডেস্ক রিপোর্ট :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে গণ সংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এসময় তিনি আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত বিভিন্ন পথচারী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনকে জনমুখী প্রতিষ্ঠান করা হবে। জনগণকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণের সুবিধার কথা মাথায় রেখে কাজ করব। তিনি আগামী ৩০ জুলাই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহŸান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, যুগ্ম সম্পাদক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতি, আব্দুস সাত্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম ফয়সল, সদস্য শাহ আলম শাওন, আব্দুল লতিফ রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, এম. এইচ. ইলিয়াছি দিনার, কিশোর জাহান সৌরভ, এম এ খান শাহীন, আব্দুল মতিন, কামাল আহমদ, ওয়েছ খান, শাহীন আহমদ, ইমদাদ হোসেন ইমু, আনিসুজ্জামান আনিস, আনিসুর রহমান তিতাস, রাহেল আহমদ চৌধুরী, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, আব্দুল গফফার মিন্টু, সিদ্দিক মিয়া, রুহুল মালিক ছোটন, আওয়ামীলীগ নেতা বেলাল খান, সাবেক ব্যাংকার কামরান আহমদ কামরান, বখতিয়ার আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, যুবলীগ নেতা এমদাদ হোসেন ইমু, শাকারিয়া হোসেন শাকির, ইয়াসিন আহমদ, রুপম আহমদ, অমিজিত রায়, মুহিবুর রহমান মুন্না প্রমুখ।