৬নং ওয়ার্ডের বাদামবাগিচায় নাগরিক ফোরামের নির্বাচনী সভা

ডেস্ক রিপোর্ট :

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- নানা সমস্যায় জর্জরিত সিলেট সিটিকে এগিয়ে নিতে অতীতেও নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করেছেন। কিন্তু তারপরও সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার কারণে কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়ে গেছে নগরী। নগর পরিচালনার প্রতিটি কাজে জনগণের সম্পৃক্তা নিশ্চিত করতে পারলে নগরীর চেহারা পাল্টে যাবে। সকল কাজে জবাবদিহীতার মনোভাব জনপ্রতিনিধিদের সৎ থাকতে সহযোগিতা করে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সিলেট সিটির উন্নয়ন ও অগ্রগতির প্রতীক মনে করে টেবিল ঘড়ির বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি নগরীর ৬নং ওয়ার্ডের বাদামবাগিচায় এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাজসেবী মারুফ আহমদের সভাপত্বি ও সংগঠক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরব্বী মতিউর রহমান, শফিকুর রহমান, জাকির হোসেন, সুরুজ আলী ও সুলতান মিয়া প্রমুখ।