বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক রিপোর্ট :

সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই বুধবার সদর উপজেলা খেলার মাঠে চেয়ারম্যান আশফাক আহমদ এ খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার নাহিদ পারভীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আলী হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনিসুজ্জামান ভূইয়া।

বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া, সুভাষ চন্দ্র চক্রবর্তী, মোঃ আশরাফুল আলম, মোঃ সুহেল রানা, আখালিয়া সপ্রাবি প্রধান শিক্ষক শিমুল আখতার, মোগলগাঁও সপ্রাবি প্রধান শিক্ষক শাহাজাদী খানম, লাউগুল সপ্রাবি প্রধান শিক্ষক অপূর্ব কুমার দাস, ধুপাগোল সপ্রাবি প্রধান শিক্ষক মোবারক হোসেন, চাঁনপুর সপ্রাবি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ, লাখাউরা সপ্রাবি প্রধান শিক্ষক রেখা রানী দাস, মিরাপাড়া আ: লতিফ সপ্রাবি প্রধান শিক্ষক সেলিম আহমদ, ফরিং উরা সপ্রাবি সহকারি শিক্ষক বিমল কুমার দাস, উমাইরগাঁও সপ্রাবি সহকারি শিক্ষক সুরঞ্জিত চক্রবর্তী, খাদিমনগর সপ্রাবি সহকারি শিক্ষক বিনয় পণ্ডিত, হাজী আব্দুল কাদির সপ্রাবি সহকারি শিক্ষক বুলবুল আহমেদ, সোনাতলা সপ্রাবি সহকারি শিক্ষক আরিফুল ইসলাম, কৃষ্ণগোবিন্দ মডেল সপ্রাবি সহকারি শিক্ষক এস. এম. হাসিনা। দপ্তরী কাম নৈশপ্রহরীদের মধ্যে উপস্থিত ছিলেন, মিনার আহদ, রঞ্জিত সিংহ, মোঃ ইকবাল, মোঃ তোফাজ্জল হোসেন, জুবায়ের হোসেন, মোঃ বাবুল আহমদ, নান্টু কুমার বৈষ্ণব।