শোয়েব আহমদ নিজাম স্মরণে কথাকলি সিলেটের শোকসভা

ডেস্ক রিপোর্ট :

সিলেটের প্রাচীন নাট্যসংগঠন কথাকলি সিলেটের প্রাক্তন সভাপতি ও বর্তমান সভাপতি শামীমা চৌধুরীর স্বামী শোয়েব আহমদ নিজামের স্মরণে শোকসভা করেছে কথাকলি সিলেট পরিবার।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সারদা হলস্থ কথাকলি সিলেটের মহড়া কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমিনুল ইসলাম লিটনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কথাকলি সিলেটের সাধারণ সম্পাদক অরুপ শ্যাম বাপ্পী। এসময় সংগঠনের প্রাক্তন সভাপতি শোয়েব আহমদ নিজামের জীবনী নিয়ে কথাকলি নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

সভায় নাট্যজন শোয়েব আহমদ নিজামের স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কথাকলির প্রথম সভাপতি সুবিমল সেনাপতি, সিলেট জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, যুক্তরাজ্য প্রবাসী কবি মইনুর রহমান বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, শোয়েব আহমদ নিজামের ছোটভাই শাফকাত হোসেন আহমেদ প্রমুখ।

শোকসভায় কথাকলি পরিবারের সকল সদস্যসহ সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।