১ নং ওয়ার্ডে মুফতি কামু ও মানিক এগিয়ে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১ নং ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ এই ওয়ার্ডে। স্বাভাবিক অবস্থায় এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন অত্যন্ত গুরত্বপূর্ণ।

এই ওয়ার্ডের কাউন্সিলরকে সজ্জন ব্যক্তি হিসেবে কামনা করেন ওয়ার্ডবাসী। কারণ এই ওয়ার্ডের কাউন্সিলের উপর নির্বর করে ওয়ার্ডের ভাবমূর্তি।

স্থানীয় নাগরিকরা এবার একজন সজ্জন ও প্রজ্ঞাবান প্রার্থীকেই বেছে নিতে চান। এলাকার ভোটাররা এবার ওই ধরনের একজন প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি গত নির্বাচনে এলাকার মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়ে কাউন্সিলর নির্বাচিত হন। অনেকের মতে তিনি তার প্রতিশ্রুতি রক্ষায় অনেকা পিছিয়ে পড়েছেন।

এই অবস্থায় ভোটররা এবার নতুন মুখ নিয়ে ভাবছেন। এই নতুন মুখের প্রথম স্থানে রয়েছেন সাবেক মন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর একান্ত ব্যক্তিগত কর্মকর্তা ও বিএনপি নেতা মুফতি কমর উদ্দিন কামু। এছাড়া আছেন সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক। এক সপ্তাহ আগে তিনি সরকার বিরোধী আন্দোলন থেকে ধরা পড়ে কারাবন্দী আছেন।

বিএনপির ওই দুই নেতাকে স্থানীয় ভোটাররা পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

এছাড় ১ নং ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই তালিকায় আছেন নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, মুবিন আহমদ, এজহারুল হক চৌধুরী, ইকবাল আহমদ রনি, সৈয়দ তৌফিকুল হাদী, সৈয়দ আনোয়ারুস সাদাত, সলমান আহমদ চৌধুরী।