কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন পিযুষ কান্তি দে

ডেস্ক রিপেপার্ট:

সিসিক নির্বাচনে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পিযুষ কান্তি দে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তিনি ১২ নং ওয়ার্ডের জন্য নির্ধারিত নির্বাচন কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র প্রদানকালে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছার আজিজ, ১২নং ওয়ার্ড বাসিন্দা ফয়সল উদ্দিন এবং গৌতম দে পিংকু উপস্থিত ছিলেন।

এছাড়া মনোনয়নপত্র দাখিলকালে এলাকার প্রবীন-তরুন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।