১০নং ওয়ার্ড ডহর এলাকায় মেয়র প্রার্থী কামরানের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেট নগরীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। তিনি জয়ের ব্যাপারে আশাবদ ব্যক্ত করে বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমি জয়ী হবো ইনশাআল­াহ। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।

১০নং ওয়ার্ড ডহর এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া মাসুকের পরিচালনায় বক্তব্য রাখেন, জালাল উদ্দিন আহমদ কয়েছ, শেখ সুরুজ আলম, জাহাঙ্গীর আলম, শাহ নেওয়াজ, মোঃ সোহেল রানা, ক্বারী মাওলানা গোলাম আহমদ, সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ সাজু, রাসেল, জীবন আহমদ, জামিল আহমদ, নাহিদ আহমেদ, সাকিব আহমেদ, জাহেদ আহমেদ, ইমন প্রমুখ।