১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মুফতী কমর উদ্দিন কামুর মনোনয়নপত্র জমা

ডেস্ক রিপোর্ট :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মুফতী কমর উদ্দিন কামু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ২৮ জুন বৃহস্পতিবার সকালে সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার এর নিকট তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুফতী কমর উদ্দিন কামুর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সত্তার পাখী মিয়া, বাচ্চু মিয়া, মুন্না আহমদ, মুফতী আবেদ, হাফিজ লুৎফুর রহমান প্রমুখ। এছাড়াও ১নং ওয়ার্ডের মুরব্বীগণ ও যুবসমাজের নেতৃবৃন্দ তার সাথে নির্বাচন অফিসে যান।