কাউন্সিলর প্রার্থী মো: হাফিজুরের মনোনয়নপত্র জমা

ডেস্ক রিপোর্ট:

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো: হাফিজুর রহমান বুধবার দুপুর ১টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রস্তাবকারী বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমদ, সমর্থনকারী আশরাফুজ্জামান, সাবেক চেয়ারম্যান হাজী আলকাছ আলী, সমর দেব, সুব্রত দেব, অংকুর দেব, বিশিষ্ট আইনজীবি এড.আজিম উদ্দিন, আর্কিটেক্ট রফিকুর রহমান, ইকবাল আহমদ, লুৎফুর রহমান, দেবেশ নাথ প্রমুখ।

মনোনয়পত্র জমাকালে তিনি বলেন, সিলেট সিটির মধ্যে ৯নং ওয়ার্ড কে একটি আধুনিক ওয়ার্ড গড়তে চাই। তিনি মাদক ও সন্ত্রাস মুক্ত সমজ গড়তে তরুণদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, ওয়ার্ডবাসী এখন পরিবর্তন চায়। তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন।