কানাইঘাটে বন্যার্তদের পাশে এম এ শাকুর সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী এমএ শাকুর সিদ্দিকী।

গত এক সপ্তাহ ধরে তিনি বন্যাকবিল এলাকার মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। পাশপাশি নগদ অর্থ সহায়তাও দিয়ে যাচ্ছেন। প্রবাসে অবস্থান করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক অনন্যা দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে বন্যাকবলিত মানুষতে সহায়তা দানের জন্য এম এ শাকুর সিদ্দিকীর নির্দেশনায় গঠন করা হয়েছে একটি প্রতিনিধি দল।

মাঠ পর্যায়ে কাজ করছে ওই প্রতিনিধি দল। উপজেলার প্রায় সবকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী পেয়ে বন্যার্তরা শুকরিয়া জানাচ্ছে।

যুক্তরাজ্য প্রবাসী এ দানবীর সব সময় মানবতার পাশে দাড়ালেও প্রচারে ছিলো বিমুখ। এ বিষয়ে দানবীর এম এ শাকুর সিদ্দিকী সিলবাংলাকে জানান মানবতার পাশে সকলকে এগিয়ে আসতে হবেে। এটা নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমি আমার হক আদায় করছু মাত্র। তিনি সকলকে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন।