সিলেট হিজরা কল্যাণ সংস্থার এডভোকেসি সভা

ডেস্ক রিপোর্ট :

সিলেট হিজরা কল্যাণ সংস্থার পরিচালনায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ২৭জুন বুধবার দুপুর ১২টায় গার্ডেন ইন হলরুমে স্থানীয় পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হিসাব) মোঃ জাবেদুর রহমান। হিজড়া স¤প্রদায় আমাদের একজন। তাদের প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। তাদের স্বাভাবিকভাবে সমাজে জীবনযাপনের অধিকার থেকে যেন বঞ্চিত করা না হয়। তিনি হিজড়া স¤প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের ব্যক্তি সাধারণ এগিয়ে আসার আহŸান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন।
মাহফুজ আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার থেকে ফেলোশিপ পাওয়া এডভোকেট সাইফুল ইসলাম, আব্দুল মালেক সহ বিভিন্ন এনজিও ও ব্যবসায়ী, অন্যান্য শ্রেণীপেশার লোক উপস্থিত ছিলেন।