জল্লারপার এলাকায় মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট :

১৪নং ওয়ার্ড জল্লারপার এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টা জল্লাপার একটি বাসায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আলাউর বক্স রুকন এর সভাপতিত্বে ও বাবর বক্সের পরিচালানয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। প্রথমেই জল্লারপার এলাকার মুরব্বীরা কাউন্সিলর মুনিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রসু খান, দারা খান, জল্লারপার জামে মসজিদের মোতাওয়াল্লী তোফাজ্জল হোসেন, ধবির আহমদ, রাজ্জাক খান, বাবুল মিয়া, আনা বক্স, আব্দুল মুকিত খান, আব্দুল মান্নান, আনোয়ার বক্স বুলু, ফজলুর রহমান মিয়া, ফাহিম বক্স, তামিম বক্স, আইয়ুম আলী, বেলায়েত হোসেন, জুবেয়েদ আহমদ, হেলাল খান, অপু (বড়), এনাম আহমদ, কালাম আহমদ, রুমান খান, আদনান, রুমেল খান, ইকবাল সজিব, আহমেদ মেহের, বাপ্পি খান, পুতুল খান, এমাদ খান, ইমরান খান, আওলাদ খান, রুমন আহমদ, শায়েক খান, আওলাদ সরকার, অপু আহমদ, ইমন আহমদ, এনাম আহমদ, জাহাঙ্গির বক্স, শিপলু খান, অপু বখত, রিসা খান, জুবেদ আহমদ।