নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগ মাঠে চষে বেড়াচ্ছে: কামরান

ডেস্ক রিপোর্ট :

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুন) সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার পরিচালনায় এই বিশেষ বর্ধিত সভা সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, যুবলীগ একটি প্রাচীনতম সংগঠন। যুবলীগ দেশ ও জাতির যে কোন ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও পালন করে যাবে।

তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে যুবলীগের ঐক্যবদ্ধতা নিয়ে বলেন, সিলেট মহানগর যুবলীগ কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সুযোগ্য নির্দেশনায় ও পরামর্শে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছে। আমি আশা করি যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর দিক নির্দেশনায় নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেবে।

তিনি সিলেট সিটির যতো উন্নয়ন হয়েছে সবকিছু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও দেশের সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির বরাদ্দ দ্বারা হয়েছে। এতে অনেকেই নিজের করা উন্নয়ন বলে প্রচারণা চালিয়ে যাচ্ছে, যা বিভ্রান্তিকর। এতে দলীয় নেতাকর্মী অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। তিনি বলেন, আসন্ন সিসিক নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে পূর্বের মতো কাজ করে যেতে হবে।

সভার সভাপতির বক্তব্যে মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি বলেন, আগামী ৩০ জুনের মধ্যে ২৭টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্যদের সাথে ওয়ার্ড যুবলীগের সভাপতি-সম্পাদক সমন্বয় করে সেন্টার কমিটি গঠন করে জমা দেয়ার আহ্বান জানান।

এ সময় সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি
প্রকৌশলী এজাজ আহমদ, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য হুমায়ুন রশিদ লাভলু, সুবেদুর রহমান মুন্না, ফয়ছল আজাদ খান, জাকিরুল আলম জাকির, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, লাহিন আহমদ, ফারুকুল ইসলাম ফারুক, সাজু ইবনে হান্নান খান, ইমামুর রহমান লিটন, মেহেদী কাবুল, মুরাদ আহমদ মুরন, গুলজার আহমদ জগলু, আব্দুর রব সায়েম, জুনেদ আহমদ, হুসেন আহমদ বাবু, কলিন্স সিংহ, আমির হুসেন জুবেল, মুজিবুর রহমান, রিমাদ আহমদ রুবেল, কবির আহমদ শাহজাহান, ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে হুসেন আহমদ, আমিনুর রহমান সোহেল, ওমর ফারুক, ইসলাম উদ্দিন, মুহিবুর রহমান মুন্না, জাহির চৌধুরী, রাসেল আহমদ, আব্দুল হাফিজ নুর আলী, সেবুল আহমদ সাগর, আব্দুল বাসিত সুমন, ইফতেখার হুসেন সোহেল, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন শাকির, তারেক আহমদ চৌধুরী, হাসনাত চৌধুরী শিপলু, ইয়াছিন আহমদ, রবিন আহমদ অপু, আব্দুর রহমান সুমেল, এস. আর শাওন, রুমেল আহমদ, মাসুদ আহমদ, বুলবুল চৌধুরী, রুম্মান আহমদ মনা, জাকির হুসেন, আব্দুস সামাদ সাহেদ, রুপম আহমদ, মালাই আহমদ, সেলিম উদ্দিন, বাপ্পী দাস, ইসলাহ উদ্দিন বাবলূ , জুয়েল আহমদ. জামাল আহমদ, আব্দুল আহাদ,আলমগীর হোসেন, শাহিন আহমদ, বকুল আহমদ, আব্বাস আহমদ, সেলিম আহমদ, আজহার উদ্দিন সিজিল, নাজিম উদ্দিন রাজন, সোহেল আহমদ, শাহিন আহমদ নাসির আহমদ, ফাহাদ আহমদ, আব্দুল ওয়াদুদ সোহাগ, রেজাউল করিম হাসান, জাহাঙ্গীর মহসিন, লায়েক আহমদ বিকাশ, অনুজ তালুকদার।