মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বদরুজ্জামান সেলিম

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

রবিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময় তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণ ও বিএনপির দলীয় প্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করতে হবে।

নির্বাচনে এলে বিএনপি তাকেই মনোনয়ন দেবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এছাড়া এবার মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।