ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম বাউল শিল্পী সংঘের ঈদ পূর্ণমিলনী

SAMSUNG DIGITAL CAMERA

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহ মালুম (রহ.) বাউল শিল্পী সংঘের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জের রাজনপুরে শাহ মালুম (রহ.) মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে রাতে এক বাউল গানের আসর বসে।

সংগঠনের সভাপতি সেলিমুজ্জামান সেলিমের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি কাবুল মিয়া, সাধারণ সম্পাদক দিনার আহমদ শাহ, অর্থ সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপদেষ্টা ফারুক মিয়া, রানা মিয়া, রইব আলী, মহসিন, তেরা মিয়া।

আসরে গান পরিবেশন করেন অতিথি শিল্পী রমেশ ঠাকুর, জালালী সালমা, হযরত শাহ মালুম (রহ.) বাউল শিল্পী সংঘের শিল্পী ইনু সরকার, নাজমা আক্তার, ইউছুফ ভান্ডারী, অঞ্জনা আক্তার, জীবন দেওয়ান, রহিমা আক্তার রুহি, দুদু সরকার প্রমুখ।