কাউন্সিলর প্রার্থী মজলাইয়ের সমর্থনে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট :

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবী হাজী হাবিবুর রহমান মজলাই এর সমর্থনে ২২ জুন শুক্রবার বিকালে নগরীর কষ্টঘর এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবী বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং সুরমাপারের সামাজিক যুব সংঘের সহ সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্তর যৌথ পরিচালনায় চালিবন্দর ও কাষ্টঘর এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সিলেট মহানগরীর সভাপতি আ.ম.ন জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ শমসের বকস, এডভোকেট আব্দুল বাসিত চৌধুরী, জমসেদ আলী, খলিল আহমদ, মোঃ হাসান আলী।

উপস্থিত ছিলেন অরুণ দেব, নির্মল দে, গবিন্দ দে, যুব সংগঠক রুবেল আহমদ, সুরমাপারের সামাজিক যুব সংঘের সভাপতি আব্দুল জলিল, মানবাধিকার কর্মী রতœা বেগম, দনেশ, প্রদীপ, টিটু চক্রবর্ত্তী, মান্না, জ্যো¯œা আক্তার, আলমাছ মিয়া প্রমুখ।