শান্তনু দত্তের সমর্থনে মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট :

সিলেটে সিটি করপোরেশনের ১৩ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নগরের মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। মির্জাজাঙ্গাল ও লামাবাজার এলাকার বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট পৌরসভা ও সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর শান্তুনু দত্তকে পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার সমর্থন জানান। সেই সঙ্গে আলোকিত ওয়ার্ড গঠনে ওয়ার্ডবাসীদের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।

সভায় নারায়ন পালের সভাপতিত্বে বক্তব্য দেন বুদ্ধদেব দাস শেখর, অসখ শর্মা, মোহাম্মদ তারেক, রাজেশ রায়, বাবুল রায়, রসময় রায়, মনু দাস, বিশ্বজিৎ গোপ, সদান্দ সিংহ, মিন্টু সিংহ, অবণি শর্মা, সঞ্জয় সিংহ, সুদ্বীপ পাল, রাজু রায়, সুজন সিংহ, সুজন অলমিক, শানু সিংহ, গৌর দেব, তুষার, চন্দন গোপ, রতন মল্লিক সিন্টু, ধিমান সিংহ মাসুদুর রহমান মিয়াদ, এহসানুল হক হৃদন প্রমুখ।