১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের সমর্থনে সভা

ডেস্ক রিপোর্ট :

আসন্ন সিলেট সিটি নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের সমর্থনে সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাবাসী আয়োজিত ২০ জুন বুধবার রাত ৯টায় সওদাগরটুলা পয়েন্টে এক সভা অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুর রহীম মায়ানীর সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফয়জুল হাসানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী আব্দুস সাত্তার, লোকমান আহমদ, আব্দুল মতিন, এম এ মতিন, পীর আব্দুল হান্নান, মোঃ হানিফ, মোঃ ফাত্তাহ, মোঃ আশকার আহমদ, গুলজার আহমদ, আব্দুল কাহির, সংস্থার সাবেক সভাপতি আব্দুল মুমিন, সভাপতি দিলওয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল আহাদ, সহ সভাপতি আলী হোসেন হাসনু, সুমিত, সফিক, আরিফ, মুসা, রাজু, লিমন, নাসির, সাজু, রব্বানী, সহ এলাকার বিশিষ্ট মুরব্বী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এবং ২১ জুন বৃহস্পতিবার চারাদিঘীরপাড় ও মজলিশ আমিন এলাকায় আব্দুল মুহিত জাবেদের সমর্থনে বিমিষ্ট মুরব্বী হাজী লাল মিয়া সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আশিক আহমদের উপস্থাপনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বী হাজী সিদ্দিক, সিরাজ মিয়া, হাজী রফিক মিয়া, আব্দুর রব, হাজী নাসির খান, হাজী কাবুল মিয়া, ছবিরুল ইসলাম চৌধুরী, ইকরাম আহমদ, কবির খান, মুর্শেদ আহমদ, মুরাদ আহমদ, আসাদ আহমদ প্রমুখ।