৮ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন যুবলীগের সাহেদ

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা সাহেদ আহমদ স্বপ্ন দেখছেন ওই ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলার। মডেল ওয়ার্ড গড়ে তুলতে তিনি প্রথমেই সকল অবিচার আর আনাচারের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ ঘোষণা করবেন। দূর করবেন অনাচার ও অবিচার।

যুবলীগ নেতা সাহেদ আহমদ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন আর তুলে ধরছেন তার এজেন্ডা।

সাহেদ আহমদ বলেন, তার ওয়ার্ডে বেশ কিছু সামাজিক সমস্যা রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে মাদক। এই মাদককে চিরতরে ওই এলাকা থেকে বিদায় করবেন তিনি নির্বাচিত হলে। প্রভাবশালীরা মাদকের সাহায্যে ওই এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই অবস্থা থেকে অবশ্যই এলাকাবাসীকে মুক্তি দেবেন বলে দৃঢ় কন্ঠে জানালেন সাহেদ।

ছিনতাইয়ের ঘটনা প্রায় সময় ঘটে থাকে। এলাকাকে ছিনতাইমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন বলে জানান দিচ্ছে সাহেদ আহমদ। ছিনতাইকারীদের সমূলে ধ্বংস করবেন তিনি।

সাহেদ আহমদ বলেন, সামাজিক বিচারের নামে এলাকায় নানা অবিচার হয়। এতে নিরিহ মানুষ অবিচারের সম্মুখিন হন। তিনি বলেন, ৮ নং ওয়ার্ডে কোনো ধরনের অবিচার থাকবে না।

বস্তিবাসী থেকে শুরু করে এলাকার প্রতিটি মানুষ যাতে নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারেন সেই পদক্ষেপ নেবেন তিনি। যেখানেই অন্যায় দেখবেন সেখানেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন।

সাহেদ আহমদ বলেন, ৮ নং ওয়ার্ডে আজও ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠেনি। ফলে একটুখানি বৃষ্টি হলেই এলাকাবাসী জলাবদ্ধায় আক্রান্ত হন। ড্রেনেজ ব্যবস্থাকে পরিকল্পিতভাবে সাজিয়ে তুলতে তিনি সর্বাত্মক কাজ করবেন বলে জানান।

শিক্ষা, খেলাধুলাকে সমৃদ্ধ করতে তিনি তার মেধা ও প্রজ্ঞা ব্যবহার করবেন এলাকাবাসীকে সাথে নিয়ে। আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে এলাকার সর্বস্তরের মানুষের পরামর্শকে মূল্যায়ন করা হবে।