১ নং ওয়ার্ডবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন মুফতি কামু

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুফতি কমর উদ্দিন কামু ওয়ার্ডবাসীর কাছে হাফডজন প্রতিশ্রুতি তুলে ধরছেন। তিনি নির্বাচিত হলে ওইসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানান দিচ্ছেন সকল ভোটারের কাছে।

মুফতি কামুর প্রতিশ্রুতির অন্যতম হচ্ছে ওয়ার্ডকে আলোকিত ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য তিনি ওয়ার্ডের প্রতিটি এলাকাকে বিদ্যুয়াতি করবেন। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পরিকল্পিত পদক্ষেপ নেবেন। প্রতিটি পাড়া মহল্লায় সচেতন নাগরিকদের নিয়ে গঠন করা হবে অপরাধ প্রতিরোধ কমিটি। এই কমিটিই অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে কাজ করবেন।

১ নং ওয়ার্ডের কিছু কিছু এলাকায় প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। যা এই ওয়ার্ডের মানুষকে বিব্রত করে। মুফতি কামু জানান, তিনি নির্বাচিত হলে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ছিনতাইকারীদের অপততপরতা বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

বিশুদ্ধ পানীয় জলের সমস্যা রয়েছে এই এলাকায়। মুফতি কামু জানান, এই সমস্যার সমাধান অবশ্যই করা হবে। নগরীর নাভী হিসেবে খ্যাত ১ নং ওয়ার্ডের কোনো নাগরিক পানীয় জলের সমস্যায় থাকুক তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মুফতি কামু জানান, এই এলাকায় ড্রেনেজ সিস্টেম এখনো গড়ে উঠেনি। তিনি নির্বাচিত হলে এই সমস্যার সমাধান করবেন। অগ্রাধিকার ভিত্তিতে তিনি ড্রেনেজ সিস্টেম গড়ে তুলবেন বলে জানান। এতে ওই এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

মুফতি কমর উদ্দিন কামু বলেন, যুব সমাজ সৃষ্টিশীল হিসেবে গড়ে উঠার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। ১ নং ওয়ার্ডের যুব সমাজ এই খেলাধুলা থেকে বঞ্চিত। এলাকার যুব সমাজের জন্য খেলাধুলার আয়োজন করবেন বলে জানান, মুফতি কমর উদ্দিন কামু।

মুফতি কামু বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। এই ব্যধি থেকে ১ নং ওয়ার্ডও মুক্ত নন। এই মাদক থেকে ওয়ার্ডকে মুক্ত করাই মুফতি কামুর স্বপ্ন। তিনি বলেন কাউন্সিলর নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করতে কঠোরভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।