নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জৈন্তার ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- সিলেটের জৈন্তাপুরের সইয়া এলাকার আহসান উল্লাহর ছেলে নূরুল ইসলাম (২৬) ও আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

শেরপুর হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা মোটরসাইকেল নিয়ে সকাল ৬টার দিকে মহাসড়কের রোকনপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে