‘মানবাধিকার পরিস্থিতি নিশ্চিত না করে রোহিঙ্গা প্রত্যবাসন নয়

অনলাইন ডেস্ক :

টেকসই মানবাধিকার পরিস্থিতি নিশ্চিত না করে রোহিঙ্গা প্রত্যবাসন শুরু হওয়া উচিত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হুসাইন। গতকাল সোমবার জেনেভার মানবাধিকার পরিষদের ৩৮তম অধিবেশনের প্রাথমিক স্টেটমেন্টে এ কথা বলেন পরিষদ প্রধান জায়েদ।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু জাতি গোষ্ঠী রোহিঙ্গাদের উপর হামলা সুপরিকল্পিত, সুসংগঠিত। যদিও মিয়ানমার অভিযোগের ব্যাপারে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়ায় ন্যূনতা মান বা বিশ্বাসযোগ্যতা থাকবে কিনা সন্দেহ রয়েছে।

এসময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘের অন্যতম দুটি প্রতিষ্ঠান ইউএনডিপি এবং ইউএনএইচসিআর’র সাথে মিয়ানমার সরকারের সমঝোতা স্মারক প্রক্রিয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার এ সংকটে বাংলাদেশ ব্যাপকভাবে মানবাধিকারসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়কে প্রবেশে অনুমতি দিয়েছে।

জায়েদ বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রবেশের জন্য জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ও জাতিসংঘের বিশেষ দূত এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে বারবার বাধা প্রদান করায় তাদেরকে দূর থেকেই তদারকি করতে হয়েছে।