সিলেটে ৩ মেয়র প্রার্থীসহ ১০৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সোমবার পর্যন্ত মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব ফেরদৌসী জুবায়ের ও মুক্তাদির আহমদ। তবে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান।

আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।