হেতিমগঞ্জে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি :

গোলাপগঞ্জের হেতিমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল খায়ের (৩২) উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তয়াহিদ আলীর পুত্র। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ঘটনার ল্লল্ল জড়িত ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামীরা হলেন – একই এলাকার মৃত মানিক আলীর পুত্র লায়েক আহমদ (২৫), সায়েক আহমদ (২৭), ফখরুল ইসলাম (৩০), মৃত মন্দি আলীর পুত্র ফিরোজ মিয়া (৩৬), কুটন আলী (৪০), মৃত আব্দুল সত্তারের পুত্র তাজ উদ্দিন (৩৫), গিয়াস উদ্দিন (২৮), মৃত ইছমেদ আলীর পুত্র জয়নাল আহমদ (৩৭), রুবেল আহমদ (২২) এবং কুটন আলীর পুত্র আজমল আলী (২৪)।

গোলাপগঞ্জ মডেল থানার একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।