নৌডুবিতে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সিলেট নগরীর উপকণ্ঠের মিরাপাড়া এলাকায় নৌকাভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্রী ফাতেমা আক্তার মিলি (১৭)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় ফরহাদ নামে এক যুবক মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশের হাওর থেকে ফাতেমার লাশ উদ্ধার করে।

জানা যায়, ফাতেমা আক্তার মিলি এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। সে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে। রবিবার বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশের হাওরে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই ডুবে যায়। বাকি তিনজন তীরে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি।