সিলেটের ঘরে ঘরে ঈদ আনন্দ

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে অন্যান্য বারের মতো ঈদগাহর পাশাপাশি বিভিন্ন খোলা মাঠে আয়োজন করা হয় ঈদ জামাতের।

বৃষ্টির কারণে খোলা মাঠে কাদা ও পানি জমে যাওয়ায় ঈদের জামাতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। বিরুপ আবহাওয়াকে মাথায় রেখে অনেক পাড়া মহল্লার মসজিগুলোতে ব্যবস্থা করা হয় ঈদের জামায়াতের।

এদিকে বরাবরের মতো সিলেটে ঈদের সবচেয়ে বড় জামাত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলনা কামাল উদ্দিন।

শাহী ঈদগাহে নামাজ আদায় করেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এছাড়া সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে।

এছাড়া পুলিশ লাইনস মাঠে সকাল ৯ টায়, কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম কাজিরবাজার জামে মসজিদে সকাল ৮ টা ৪৫ মিনিটে, হাজী ভুরু মিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।

এসব স্থানে ঈদ জামাতকে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল ওয়াহাব।

এছাড়াও সিলেট জেলা জুড়ে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠিতব্য ঈদ জামাতে নিরাপত্তার জন্য সিলেট জেলা পুলিশ থেকে জেলার বিভিন্ন জায়গায় মোট ৫৫টি গুরুত্বপূর্ণ ঈদের জামাত চিহ্নিত করা হয়। এর মধ্যে ওসমানীনগর থানায় ৪টি, বিশ্বনাথে ৩টি, ফেঞ্চুগঞ্জে ৪টি, বালাগঞ্জে ২টি, বিয়ানীবাজারে ৪টি, জকিগঞ্জে ৭টি, কানাইঘাটে ১৪টি, গোয়াইনঘাটে ৪টি, কোম্পানীগঞ্জে ৪টি, জৈন্তাপুরে ৭টি জায়গায় ঈদের জামাতে বিশেষ নিরাপত্তা দেয় জেলা পুলিশ।