বারঠাকুরীর মিনাপাড়ায় ডাইক ভেঙে পানি প্রবেশ করছে

জকিগঞ্জ প্রতিনিধি:

সুরমা-কুশিয়ারায় পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে বারঠাকুরীর মিনাপাড়ায় ডাইক ভেঙে পানি প্রবেশ করছে। মারাত্মক ঝুকিতে রয়ে্ছে বিরশ্রীর মাঝরগ্রাম, জকিগঞ্জ ইউপির মানিকপুর, বাখরশাল, রারাই, কাজলসার নালুহাটি। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন এলাকার সচেতন মানুষেরা।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জানান রাত একটা থেকে আড়াইটা পর্যন্ত মিনাপাড়া ভাঙন পরিদর্শন করেছি। অনেক ঘর বাড়ি, পুকুর ও ফিসারী প্লাবিত হয়েছে। মূলত পাউবোর কাজের ঠিকাদার হিসেবে বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ ঝুকিপূর্ণ ডাইক মেরামত বা সংস্কারের দায়িত্ব পেয়েছেন। কিন্তু তিনি কাজ না করে চরম অবহেলা করেছেন। ভাঙন ও
ঝুকিপূর্ণ বাধ গুলোর বিষয়ে পাউবোর কর্মকর্তাদের বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহকে রাত ২টার দিকে মুঠোফোনে অবহিত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এসও খুরশেদ আলম জানান, ঝুকিপূর্ণ ডাইকের কাজ করতে ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে । কিন্তু কেনো তিনি কাজ করলেন না। সেটি তার বোধগম্য নয়। জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুৃফতি আবুল হাসান জানান তারই নিজের গ্রাম মাঝরগ্রামের ডাইকটি মারাত্মক ঝুকিতে রয়েছে। বাধ নিয়ন্ত্রণে রাখতে এলাকার মানুষ বিরামহীন কাজ করছেন বলে জানান। তবে পাউবোর দ্রুত সহযোগিতা কামনা করেন তিনি।