ওসমানীনগরে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক :

সিলেটের ওসমানীনগরে মাসুক মিয়া (৪১) নামের এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত মাসুক মিয়া উপজেলার তাজপুর ইউপির গুপ্তপারা গ্রামের মৃত কদরিছ মিয়ার পুত্র।

বুধবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতল ও গুপ্তগ্রাম সড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষনিকভাবে মরদেহের পরিচয় জানা না গেলেও পরবর্তীতে নিহত মাসুকের ভাই ঘটনাস্থলে গিয়ে মাসুকের লাশ শনাক্ত করে। নিহত মাসুক গত প্রায় বছর খানের পূর্বে সৌদী আরব থেকে দেশে ফিরে আসেন। বিগত কয়েক দিন পূর্বে তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।

সিলেট ওসমানীনগর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ রাস্তার পাশে ধানী জমিতে ফেলে রেখে যায়। মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। কি কারনে মাসুক মিয়াকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।