জেলা সমাজসেবা কার্যালয়ের ৩ লক্ষ ৯৭ হাজার টাকার চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট :

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার বলেছেন, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এটাই বর্তমান সরকারের ভিশন। বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দায়িত্বশীল হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, বিভিন্ন সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর । এই ভিশন বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

তিনি গত ১০ জুন রোববার দুপুরে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাগবাড়িস্থ আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এককালীন ৩ লক্ষ ৯৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক,বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী,জেলা সমাজ কল্যাণ পরিষদের সদস্য সালমা বাছিত,হাবিবুর রহমান সেলিম,বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া,বাসস এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ ময়নুল হক।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান। গীতা পাঠ করেন সিলেট ইনক্লুসিভ স্কুল এন্ড কলেজের শিক্ষক সঞ্জীব চৌধুরী।