ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট :

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে মাহে রমজান সেবা সপ্তাহ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর অর্থায়নে নগরীর বাগবাড়ীস্থ ছোটমণি নিবাসে এতিম দুস্থ অসহায় শিশুদের মধ্যে ঈদ বস্ত্র ও রান্না করা খাদ্য বিতরণী অনুষ্ঠান ১১ জুন সোমবার ছোটমণি নিবাসে অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ঈদ বস্ত্র ও খাদ্য সামাগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুরমা লায়ন্স ক্লাবের ডাইরেক্টার লায়ন নাজনীন হোসেন, লায়ন আছিয়া খানম শিকদার, প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন বিলকিস নুর, সেক্রেটারী (ইলেক্ট) লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা। এছাড়াও ছোটমণি নিবাসের কমকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।