দিরাইয়ে গরীব এতিম ছাত্রীদের উদ্দেশ্যে ইরফান ফাউন্ডেশন ইউকে’র ইফতার মাহফিল

দিরাই প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে ফাতেমাতুয যাহরা রাঃ টাইটেল মহিলা মাদ্রাসার গরীব এতিম ছাত্রীদের উদ্দেশ্যে লন্ডন ভিত্তিক সেবামূলক সংগঠন ইরফান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সমাজসেবক হাজী মুকুল, কামাল উদ্দিন, শহিদুল ইসলাম, শফিক চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ। মাদ্রাসার দারুল হাদিসের শিক্ষার্থীদের জন্য এক সেট বুখারী শরীফ ও দুটি ফ্যান প্রদানের ঘোষণা দেন পৌর মেয়র মোশাররফ মিয়া।