বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইফতার সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গতকাল ১০ জুন রোববার জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী মনির উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক, সিলেটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমান।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম শমিউল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট সৈয়দ রফিকুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ.এফ মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেটের জিপি এডভোকেট খাদেমুল মিল্লাত মোঃ জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুস, ভিপি জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ই.ইউ শহীদুল ইসলাম শাহীন, এডভোকেট জামিলুল হক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মঈনুল ইসলাম, সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, আবু সাঈদ আব্দুল্লাহ, আইনজীবী সমিতির সহ সভাপতি শফি আহমদ, আব্দুস সাত্তার, এন.আই.এম মাসুম চৌধুরী, ওহিদুর রহমান চৌধুরী, ইমরান আহমদ, রব নেওয়াজ রানা, এডভোকেট আজিজুর রহমান, মফুর আলী, কিশোর কুমার কর, মাসুক আহমদ, মোঃ জসিম উদ্দিন, বিপ্লব কান্তি দে মাধব, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, আনোয়ার হোসেন, আকমল হোসেন, সুজিত বৈদ্য, মামুন রশীদ, আব্দুর রহমান সেলিম, মোস্তফা দিলওয়ার আল আজাদ, আজাদ আহমদ, আব্দুল মজিদ খান মানিক, বদরুল ইসলাম জাহাঙ্গীর, খোকন কুমার দত্ত, বিজয় কুমার দেব বুলু, ড. শহীদুল ইসলাম, নূরু উদ্দিন আহমদ, মুমিনুর রহমান টিটু, ইলিয়াস হোসেন, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, মোস্তফা শাহীন, আলী মোস্তফা মিশকাত নুর, জুবের আহমদ, অশেষ কর, আলতাফ হোসেন, জ্যোসনা ইসলাম প্রমুখ। এছাড়া প্রবীণ ও নবীন আইনজীবীগণ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোস্তফা শাহীন। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট এ.কে.এম শমিউল আলম।