একতা একাডেমীর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট :

জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেছেন, আগামীর নেতৃত্বের জন্য জ্ঞানের সা¤্রাজ্যে শিক্ষার্থীদের পদার্পণ করতে হবে। কঠোর অধ্যাবসায় ও পরিশ্রম ছাড়া সুশিক্ষা অর্জন সম্ভব নয়।

তিনি গত ৯ জুন শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার খালোমুখ বাজার এলাকার সরিষপুর একতা একাডেমীতে এস.এস.সি-২০১৮ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

একতা একাডেমী’র ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির সহসভাপতি মোঃ এনামুল কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ ।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং সদস্য হাজী মানিক মিয়া, হাজী বাবুল মিয়া, মোগলাবাজার ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ আইয়ূব হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইমরানুল হক ইমরান, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, বদরুল হক ও মিতা বেগম, জুবায়ের আহমদ ও জিলান আহমদ।