বিয়ানীবাজারে গলায় ফাঁসে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :

বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া মাঝরটিলায় এবাদুর রহমান উজ্জ্বল (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ঘরের ভীমের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উপ পরিদর্শক (এসআই) সুরঞ্জিত।

এবাদুর রহমানের পরিবারের সদস্যরা জানান, উজ্জ্বল সেহেরী খেয়ে মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। নামাজ থেকে ফিরে এসে তার কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে পাশের কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে , পরিবারের সদস্যরা ধারণা করছে সে আত্মহনন করেছে।