হোরোইন পাচার: সিলেটে দুইজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক :

পাকিস্তান থেকে ডাকযোগে সিলেটে আসা আট কেজি হেরোইন পাচারের মামলায় দুইজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঁইয়া এ রায় দেন বলে জানিয়েছেন মহানগর আদালতের পিপি মফুর আলী।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের বিয়ানীবাজারের হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমন। ফাঁসির রায়ের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানাও করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত হোসেন আহমদ পলাতক রয়েছেন। পারভেজ সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে সাত কেজি ৯০৫ গ্রাম ওজনের একটি হেরোইনের একটি পার্সেল আসে চার জনের নামে। পার্শেলে উল্লিখিত নাম ঠিকানা যাচাই বাছাই করে ভুয়া ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তবে ঠিকানার সঙ্গে লেখা মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ হোসেন আহমদ মানিক ও পারভেজ আলম সুমনকে শনাক্ত করে। তারা পাকিস্তান থেকে হোরোইন এনে যুক্তরাজ্যে পাচার করতেন।

এ ঘটনায় ওই বছরের ১৯ মে সিলেট বৈদেশিক ডাক বিভাগের শুল্ক ইউনিটের সহযোগী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।

২০১৬ সালের ৭ মে দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।