১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মুফতি কামু

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে সিলেট ১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মুফতি কমর উদ্দিন কামু।

নির্বাচনে বিজয় নিশ্চিত করতে গত এক বছর ধরে তিনি ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগা প্রাঙ্গণের মুফতি বাড়ির স্বজ্জন ব্যক্তি হিসেবে খ্যাত মুফতি কামু গত এক বছরে ওযার্ডের সাধারণ মানুষের মন জয় করতেও সক্ষম হয়েছেন।

চারদলীয় জোট সরকারের ত্রাণমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার সময় মুফতি কমর উদ্দিন এলাকার মানুষের সুখে দুখে পাশে দাঁড়িয়েছেন। এখনও তিনি সাধারণ মানুষের কল্যাণে চেষ্টা চালিয়ে যান।

মুফতি কমর উদ্দিন কামু বলেন, ৮০ র দশক থেকে রাজনীতি করে যাচ্ছেন। ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির হাতে হাতে খড়ি কমর উদ্দিন কামুর। দীর্ঘ পথপরিক্রমায় তিনি নানাভাবে এলাকার মানুষের কল্যাণ সাধনে কাজ করেছেন। তিনি বলেন, এলাকার সম্মানিত সাধারণ মানুষের কাছে কাউন্সিলর প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করার পর সবাই সমর্থ দিয়েছেন। এ অবস্থায় তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জয় পরাজয় নিশ্চিত করবেন এলাকার মানুষ। তবে তিনি এলাকার মানুষের ভালোবাসা কামনা করেছেন।