খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে আজ: আইনমন্ত্রী

admin
প্রকাশিত জুন ১০, ২০১৮
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে আজ: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে কিনা তা পরীক্ষা করতে তাকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার দুপুর ১২টার দিকে সচিবালয়ে জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমি শুনেছি, বেগম জিয়া কারাগারে রোজা রেখেছিলেন, তার সুগার লেভেল কমে গিয়েছিল। পরে খালেদার ইচ্ছানুযায়ী শনিবার চিকিৎসকরা তাকে দেখে এসেছেন। এ সময় খালেদা জিয়া তাদের জানিয়েছেন তার মাইল্ড স্ট্রোক হয়েছে।

তিনি আরও বলেন, যেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্টোক হয়েছে কি না, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

তবে কখন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।