রংপুর বিভাগীয় কল্যাণ সমিতির ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পবিত্র রমজান আমাদের আত্মসুদ্ধির যে শিক্ষা দিয়ে যায়, তা দৈনন্দিন জীবনে প্রতিফলিত করতে হবে। তবেই আমাদের সুন্দর জীবন-যাপন সম্ভব হবে।

তিনি শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রংপুর বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি এম. এ. সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ রবিউল রুবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুব-ই-এলাহী, যুগ্ম পরিচালক এনএসআই সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ মফিজুর রহমান বাবুল, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক মুশফিকুল আনোয়ারি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাত্তার আজাদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ডা. মোঃ জাকারিয়া মাহমুদ, বাংলাদেশ বিমানের জিএসএ রওশন হাবিব, সিভিল এভিয়েশন আজহারুল ইসলাম, সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদ প্রমুখ।

সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুন হাসান, শাহারুল ইসলাম, ইউনুছ আলী, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, আমিনুর রহমান, জান্নাতুল ইসলাম বেলাল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোহন, রেজভিন আক্তার, মোঃ পারভেজ আহমদ, রাজু আহমদ প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম শাহ আলম।