সিলেট ল’ কলেজ শিক্ষার্থীদের ইফতার মাহফিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট :

সিলেট ল’ কলেজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ৬ জুন বুধবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সিলেট ল’ কলেজের অধ্যক্ষ, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মহসিন আহমদ এর সভাপতিত্বে এবং ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের শাহীন আহমদ ও সৈয়দ দিলওয়ার হোসেন জামিলের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট ল’ কলেজের সিনিয়র লেকচারার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, কলেজের প্রভাষক ড. ফৌজিয়া সুলতানা, আবুল খায়ের হেলাল আহমদ ও রাশেদুল ইসলাম।

শিক্ষার্থী ছাদিকুজ্জামান এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের ছাত্র ছাদিকুজ্জামান ছাদিক, ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ আলাউদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, তাহসীনুল হক জাকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব রায়হান, রনি, মারুফ আহমদ, তাহসিন আহমদ, সাহেল আহমদ, বাদশা আহমদ, আব্দুল কাদির, খালিক তরফদার, মোহাম্মদ আলী, দেলওয়ার হোসেন, মিজান আহমদ, রুহেল আহমদ, ফাহিম আহমদ, সিহাব উদ্দিন, জাহেদ আহমদ, কাউছার মির্জা, তামান্না তালুকদার প্রমুখ।