সামাজিক প্রতিবন্ধী মেয়েদের সাথে সিলেট সুরমা লায়ন্স ক্লাবের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

সিলেট সদর উপজেলার খাদিমনগর সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের মেয়েদের নিয়ে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র রমজান সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন বাবলী চৌধুরীর অর্থায়নে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল গত ৭ জুন বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুরমা লায়ন্স ক্লাবের ডাইরেক্টার লায়ন নাজনীন হোসেন, প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন বিলকিস নুর, সেক্রেটারী (ইলেক্ট) লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফর রহমান, প্রশিক্ষক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেন সুরমা লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।