বেসরকারি শিক্ষক ফোরামের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ৭জুন সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

বেসরকারি শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যকরি সদস্য মোঃ আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বেসরকারি শিক্ষক ফোরাম সিলেট জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি সাজিদ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাজু সরকার, জেলা সহ সভাপতি মুয়ীনুল ইসলাম, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, নুরুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক ছয়ফুল আমিন, ধর্ম সম্পাদক এম আহমদ হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম বেগম, মহানগর সভাপতি বাহার উদ্দিন আকন্দ, সদর উপজেলা সভাপতি রুহুল আমিন, বিশ্বনাথ উপজেলা সভাপতি ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া প্রমুখ।