মুন্সিবাড়ী সমাজ কল্যাণ পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুর মুন্সিবাড়ী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল ৮ জুন শুক্রবার বাদ জুম্মা আল হেরা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল মাঠে এলাকার অসহায় গরীব দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মুন্সিবাড়ী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ও রেজাউল করিম রাজুর পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন পরিষদের পরিচালক রোটারিয়ান আহমদ ইয়াহইয়া সা’দী, উপদেষ্টা সদরুল ইসলাম চুনু, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান। উপস্থিত ছিলেন নূরুল হক, সাহেদ আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা সালেহ আহমদ জাকির, সাইদুল ইসলাম, মামুনুর রশিদ, শাকিল আহমদ, মাকসুদ আহমদ, মাহী আহমদ, শামিম আহমদ, মাহমুদুল হাসান প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাসুদ আহমদ।
এলাকার শতাধিক গবির পরিবারের সদস্যদের মধ্যে মুন্সিবাড়ী সমাজ কল্যাণ পরিষদের পক্ষে চিনি, ময়দা, সয়াবিন তেল, পিয়াজ, আলু, তরল দুধ, সেমাই ও লুডু ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হয়।